কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

মানুষ ডট্ কম
বাবু, মানুষ চাই খাঁটি-
দেন দেখি গোটা কয় খান।
হাত আছে,পা আছে,
চোখ আছে,আছে গোটা দুই কান।
মান আছে মেপে ঝুপে-
হুসটাও দেখি আছে মনোমত!
মাথাআছে,মন ও আছে
দেখি বড় হয় যত।
রুপ আছে,যৌবন আছে
রং টাও দেখ দেখি ভালো।
জোর যেন থাকে গায়ে
পান্ডিত্যে যেন ঝরে আলো।
সব ঠিক আছে
দেখান তো,দেখি একখান।
বাবু কহেন, এমন মানুষ আছে
করেই দিব প্রমান।
হেন কালে আকাশেতে
হলো দৈববাণী ।
মানুষ ছেড়ে, মানুষই খুঁজি
আমিও একখানি।
খুঁজে খুঁজে মানুষ দেখি
পেলাম কত কম।
বদলে যাওয়া ডেটা টা কি
মানুষ ডট্ কম!