কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

সাদা,কালো টাকা
টাকাতো দেখলুম কত
কিন্তু কোথায় কালো টাকা।
না দেখেছি কভু—-
কোথাও আছে টাকা সাদা।
দেখবি যদি সাদা কালো
আসিস তবে কাল।
টাকা গুলো ছাপছে জানিস
যেথায় আছে টাঁকশাল।
টাকাতো দেখেছি—
তবে টাঁকশালে টাকা কত!
ঘোড়া শাল,হাতি শালের মত
টাকায় থাকে না কি যত।
থাকে, যত ছাপে তারা।
যা এখন, তোকে দেখাব দাঁড়া।
আসিস একটু ভেবে
আনিস দেখি থলে।
সাদা কালো কুড়িয়ে নিস
গটা কতক, সুযোগ পেলে।
এমন কেন টাকায়
সাদা আবার কালো!
বুঝিনা জানো——-
টাকায় আবার করেও দেখি ভালো।
জানিস কি টাকায়; টাকা-
নেই কোন যার জুড়ি।
সাদা কালো টাকার তফাত
এক নম্বরের কড়ি।
তবে নাই দেখে কাজ
আসল নয় রঙটা।
টাকা শুধু টাকায়—-
শুধু চোখে দেখার ভ্রমটা।