কবিতায় স্বর্ণযুগে দেবাশীষ মণ্ডল (গুচ্ছ কবিতা)

১| এক কলম লিখতে চাই
জানি লিখতে পারি নে!
তবু লিখছি হিজি বিজি।
অ,আ, ক,খ, বা লিখি ‘ঙ’
কেউ হাচ্চে দেখি হেচ্চো-ও।
হাচ্চি্ মানে অশুভ নয়।
লাল মানেই বিপদ নয়।
রক্ত দেখ লাল রঙা –
বর্ণরা বলল –
তুমি লিখতে চাও!
চেষ্টা করেই দেখে নাও।
প্রথমেই আমিও ‘অ’ হয়নি।
দাগ দিয়ে কি দেখেছ কখনও –
দাগ দাও, থেকো লেগে,
কাগজ খালি আছে।
চাতক পাখি আকাশেই তো,
বৃষ্টি খোঁজে –
লিখবে যদি ,করো চেষ্টা,
লিখে যাও ‘গোল বা চেপ্টা।
তুমি লিখো, এক কলম –
”এক পৃথিবীর” থাকবো অপেক্ষায়।
২| গন্ধটা কিসের
জানিনা গন্ধ টা কিসের,
তবে গন্ধ একটা আছে!
জেগে থেকে বুঝিনা,
কিসের গন্ধ!
মিলন কে শুধিয়ে ছিলাম,
কোন গন্ধের মিল হলনা।
রতন কে বুঝাতে চেয়েছি,
কোন রত্ন আবিষ্কার হয়নি।
জ্যোতি কে দেখালাম,
সব অন্ধকার দেখল।
অমরকে বলেছি,
বলেছে জীবন্ত কিছু হবেইনা।
বুঝলাম মড়ার গন্ধ তো উঠবেই –
অঘোরে ঘুমিয়ে পড়লাম,
বুঝলাম গন্ধ টা কিসের –
পুড়ছে! কিছু যেন পুড়ছে!
ঘুমিয়ে আছি যে,
ঘুমোলে কি কিছু করা যায়!
আগে নিজেকে তো বাঁচাও ব্যস।
পোড়া গন্ধ টা চেনা,
কেউ বলছেনা গন্ধটা কিসের।
কারন! ঘুমিয়ে থাকলে,
কিছু তো করা যায়না।
জেগে থাকলে ,
জানতে নেই গন্ধটা কিসের।