।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় দিবাকর মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নদীকথা (এক)
নদীটির চর জাগে…
চরাচরে জেগে ওঠে ধু-ধু বিষন্নতা,
ক্লান্ত ধবল বক দিনান্তের আলো নিয়ে ঘরে ফেরে,
ভগ্ন হৃদয় নিয়ে জলকাক ডানা ঝাপটায় ,
চক্রবাক দীর্ঘশ্বাসে ব্যথা জাগে নদীটির মনে।
নদীটির কলস্বরে হায়, হায় গ্রামীণ বাতাস।।
নদীকথা (দুই)
ভবানী পাহাড় চুমে যে নদীটি চলে গ্যাছে
এখন সে মহেঞ্জোদারোর কঙ্কাল।
রসহীনা শীলাবতী আহা !
সপ্তডিঙা পড়ে থাকে ;
মধুমাঝি, রায়গঞ্জের হাট
নিঝ্ঝুম….রিক্ততা ছড়ায়।
মজা দহ, ক্লান্ত কুবো,
চুয়োজলে গা-ধোয়া কিষানীর,
পলাশ ঝোপের পাশে দিনঘুমে কাতর কপোত।
চরাচর অলস পায়ে জাবর কাটে নদীটিরই কূলে।