সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল

আসবে মেয়ে
ঐ যে দুরে মাঠের পাড়ে
ঐ যে কাশফুল।
দুলছে দেখ খুশি হয়ে
ধন্য শুভ্র সতেজ ফুল।
মা আসছে মেয়ে হয়ে
নিজ বাপের বাড়ি।
শিউলিরা সব শোভা জাগায়
পথ মাঝে পড়ি।
দশভূজার আগমনে
দশ দিক ভাসে খুশিতে।
নুতন রূপে সাজছে ধরা
রঙীন আলোর রেনুতে।
আকাশ বাতাস মুখর হয়ে
আছে পথটি পানে চেয়ে।
শরতের এই শুভলগ্নে
ধরার আসবে দেখ মেয়ে।