নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল

কমল ও চপওয়ালা
চরিএ:-১)কমল- অর্ধোন্মাদ যুবক,পরনে পাজামা ও পাঞ্জাবী,চুল উস্কোখুস্কো।হাতে কাগজ ও কলম।বয়স ত্রিশ।
২)চপওয়ালা- ফেরিওয়ালার বেশ ।ঝোলা কাঁধে ।বয়স পঞ্চাশ।
//কমল ও চপওয়ালা//
(কমল বাড়ির জানালা ধারে দাঁড়িয়ে আনমনা হয়ে কি যেন লিখতে থাকে এমন সময় চপওয়ালা হাকতে হাকতে প্রবেশ করে)
চপওয়ালা। চপ! চপ! ভালো চপ!চপ——–
কমল। ও ! চপওয়ালা! চপওয়ালা! তুমি কোথা থেকে আসছো?
চপওয়ালা। আমি বহুদূর থেকে আসছি। সেই সে রানীর দেশ থেকে আসছি গো যেখানে চপশিল্প আছে। তুমি ইতিহাস পড়নি?
কমল। পড়েছি গো কত পড়েছি এখন আর মনে পড়েনা।আমি যে অসুস্থ।
চপওয়ালা। কেন কি হয়েছে তোমার,?কি রোগ হয়েছে তোমার আমাকে বল সব রোগ সেরে যাবে তোমার। আমাদের দেশে নিয়ে যাব তোমাকে। তুমি যাবে?
কমল। জানিনা জানো, আমার যে কি রোগ হয়েছে আমি নিজেও জানিনা। সবাই বলে আমি অসুস্থ কিন্তু কি রোগ কেউ বলেনা। আচ্ছা তুমি আমাকে তোমার দেশ ঐ রানীর দেশে নিয়ে যাবে?
চপওয়ালা। কেন নিয়ে যাব না! খুব নিয়ে যাব।তবে আজ নয় অন্য আর এক দিন।যেদিন এ চপ সব শেষ হয়ে যাবে সেদিন।আজ আমি চলি অনেক চপ আছে বিক্রি করতে হবে তো। আমাদের রানীর হুকুম আছে সব চপ না বেচলে যে আমি রানীর দেশে ঢুকতে পাবোনা গো ।
কমল। কেন গো চপওয়ালা!এমন কেন?
চপওয়ালা। সে অনেক কথা। এত বলার সময় নেই গো বাবু। আমার যে ভীষন তাড়া।
কমল। আমার তাড়া নেই কেন চপওয়ালা?ও চপাওয়ালা আমাকে চপ ফেরি করা শিখিয়ে দেবে।ঠিক তোমার মত বলতে শিখিয়ে দেবে -চপ!চপ! ভালো চপ।
চপওয়ালা। কেন শিখিয়ে দেব না, নিশ্চয় শিখিয়ে দেব ।কেমন করে ফেরি করতে হয়।কেমন করে চপ ভাঁজতে হয় সব শিখিয়ে দেব।
কমল। তবে দাওনা! শিখিয়ে দাও।জানো আমি ভাবতাম লেখা পড়া করে অনেক ভালো শিক্ষক হব, আমার পছন্দ মতো স্কুলে শিক্ষকতা করবো কিন্তু তা তো আর হলো না।
চপওয়ালা। কেন হলোনা বাবু সোনা। তুমি কি পাশ করতে পারোনি !
কমল। কেন পাশ করতে পারবোনা অনেক ভালো পাশ করেছিলাম। কিন্তু সব যে চুরি হয়ে গেছে গো।স সব চাকরি বিক্রী হয়ে গেছে। কিন্তু কেমন করে বিক্রি হল বুঝতেই পারছিনা জানো?
চপওয়ালা। চাকরী!তাই আবার বিক্রী হয় না কী! সত্যি তোমার কোন রোগ হয়েছে।এটা বিশ্বাস করা যায়না যে চাকরি বিক্রী হয়!
কমল। সবাই তাই বলে। আমার , আমার মতো আরো কত শিক্ষিত যুবক যুবতীরা এই রোগে না কী আক্রান্ত। কিন্তু আমরা কেউ বুঝতেই পারছিনা রোগটা ঠিক কি রোগ।
চপওয়ালা। কি জানি বাপু আমি তো তা বলতে পারবনা। আমি শুধু ভাঁজতে জানি। তাই তোমাকে এই ভাজাভুজি শিখিয়ে দিতেই পারি।
কমল। কিন্তু-
চপওয়ালা। কোন কিন্তু নয়, ভাঁজতে শেখ।চপ ভাজা, সিঙ্গাড়া ভাজা, তেলে ভাজা।তার সঙ্গে ভেজে ফেল স্বপ্ন।তবেই হবে–
কমল-তবে কি হবে চপওয়ালা?
চপওয়ালা। তবেই তুমি বাঁচতে পারবে। আজ আসি এই চপ গুলো সব আমাকে বেচতেই হবে।আজ যে বেঁচেই ফিরতে পারব ঐ রানীর দেশে।এখন তবে আসি—
কমল। দাঁড়াও চপওয়ালা আর একটু দাঁড়াও আমিও তোমার সাথে যাব। তোমার সাথে ঘুরে ঘুরে চপ বেচব।আমাকে মুক্ত কর এই বন্দি দশা থেকে। মুক্ত কর। আমি যে মুক্তি চাই মুক্তি।
চপ ওয়ালা। চপ!চপ! ভালো চপ। (হেকে হেকে চলে যায়)
কমল।চপ! চপ! ভালো চপ ।এই ভাবে ফেরি করতে হয় বুঝি । জানিনা জানো আমি কিছু ই জানি না কিছু না।সব কেমন বিক্রির সামগ্রী হয়ে যাচ্ছে বিক্রি
হয়ে যাচ্ছে এ সমাজের নীতি আদর্শ। কিন্তু কেন?
(বলতে বলতে বসে পড়ে) ফ্রিজ ।
…..