T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ দেবাশীষ মণ্ডল

পরিযায়ী
পাখিদের দল কাঁদে ঝিল নেই বলে,
গতবারেও কত খেলা করেছিল জলে।
বহুতল উঠেছে গড়ে ঝিল ভরে মাটি,
শীত কালে পাখিদের ছিল সেথা ঘাটি ।
পাখি সব ভাবে মনে হয়েছি বিফল,
উড়ে যাবে অন্য কোথাও নিয়ে দলবল।
যেথা গেলে মিলে ভালো বিল-জল,
খিদে পেলে খেতে পায় মিঠে মিঠা ফল।
পাখি সব দল বেঁধে গেল বনে উড়ে,
গাছে গাছে নীড় বাঁধে জঙ্গল জুড়ে।
ওরা নাকি পরিযায়ী এসেছিল ঝিলে,
যারা ঝিল কেড়ে নিল তাদের কি বলে?