হাস্য-কৌতুক নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল

বৌ কে বিশ্বাস করবেন না
শুনুন আঞ্জে! আমি আপনাদের কে, মানে যারা বিয়ে করেছেন তাদের কে বলছি, ভুল করেও কেউ বৌ কে বিশ্বাস করবেন না।মানে বৌ আপনার হলে কি হবে। আঞ্জে! মেয়েটা তো আপনার নিজের বাবার নয়। পরের মেয়ে তো না কি। শুনুন আঞ্জে!কি আর বলব বাবু সে দিনকে ঘটেছিল এক ঘটনা। আমার এক খুব কাছের বন্ধু হন্তদন্ত হয়ে মুখ কালো করে নিয়ে আমার কাছে এসে বলছে বুঝলে বন্ধু এ যুগে নিজের বৌ কেউ বিশ্বাস করা যাবে না বুঝলে।বলেই থপ করে বসে পড়ল।
আমি বললাম —কেন!কেন!তা কেন! নিজের বৌ কে বিশ্বাস করবি না তো কি পরের বৌ কে বিশ্বাস করবি !
বন্ধু বলল তাই বরং বিশ্বাস করা অনেক ভাল।আর যাই হোক উপহার দিয়ে দৌড়াতে হবে না।খপাৎ করে নিয়ে নিবে।
আমি বললাম তাই না কি।তা কি ব্যাপার বলত ?
বন্ধু যা বলল শুনে আমি আজ দশদিন হয়ে গেল বৌ এর ধারে কাছে কেন,তার ছায়াও মাড়াই নি।
তা শুনবে না কি কথাটা কি ?তবে বলেই ফেলি। আমার ঐ বন্ধুটি এই পূজো তে একটা নতুন শাড়ী এনে বৌ এর হাতে দিয়ে বলেছিল। পাশের বাড়ির বৌদি কে এই এমন একটা শাড়ি পরে যা মানিছে না।একে বারে স্বর্গের অপ্সরা যেন। তাই দেখে তোমার জন্যে ঐ রকম এই শাড়ি টা আনলাম। আমি ত আনন্দে আত্মহারা হয়ে বৌ এর হাত ধরে হাসতে লাগলাম খিল খিলিয়ে । কিন্তু কি আর বলব বন্ধু আমার বৌ এর বাতাস সব বেরিয়ে শরীরে কি যে গরম ধরে গেল আমার হাত এমন ভাবে মুচড়িয়ে দিল কে ছাড়ায় সে হাত।তবু কোনো রকমে ছাড়ালাম তো লে আমাকে দৌড়াতে লাগাল ঘর ময়।আমি সামলা না পেরে বৌ এর ভয়ে ছুটতে ছুটতে তোর কাছ আসে দম ছাড়লাম।ঐ বারে যা হয় হোক।আর তাই মরে যাব নাই।
এবারে বুঝতে পারলেন কেন বৌ কে বিশ্বাস করতে নেই। বিশ্বাস করলে নির্ঘাত মারা পড়বেন বাবু নির্ঘাত।তাই বলছি নিজের বৌ কে কেউ বিশ্বাস করবেন না।