T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় দেবাশীষ মণ্ডল

কাজের লোক
সকাল সকাল ঘুম থেকে উঠল যতীন। আজ একজন কাজের লোক আসতে বলা হয়েছে। পুরনো কিছু জঞ্জাল পরিষ্কার করাতে হবে ।সামনে তার একমাত্র ছেলে রঞ্জনের বিয়ে।হাতে সময় খুবই কম সব কিছু কাজ বুঝিয়ে তাকেও অফিসে যেতে হবে । অফিসে যত পুরনো রেকর্ড আছে সব আজকেই সরিয়ে জায়গা ফাঁকা করে দিতে হবে এমনই তার ছোট বাবুর অর্ডার। আগামীকাল বড় বাবু অফিস পরিদর্শনে আসবেন।
আজকাল কাজের লোক কে কাজ ঠিক মতো বুঝিয়ে না দিলে কাজ ঠিক মতো করেনা। কাজের লোক রা এখন এমনই হয়।দেখতে দেখতে কাজের লোক হাজির হল যথা সময়ে । কাজের লোক আসতেই যতীন সব কাজ বুঝিয়ে দিয়ে যথা সময়ে নিজের অফিসে হাজির হল। অফিসে আজ তার প্রচুর কাজ।