সাতে পাঁচে কবিতায় দিবাকর মণ্ডল

এখন সময়
ঐ দেখো শঙ্খচূড় মেহগনি বাতাসে দোলায়
সহস্র কুটিল ফণা। মধুমাস এখন বিদায়
নিছনিনগর কাঁদে অবিরাম কার ইসারায়!
সপ্তডিঙা মধুকর কার পাপে ছারখার হায়!
ভরন্ত নদীর তীরে কোন্ চড়া জাগে যে এক্ষণে
বিষন্ন সোনালী চিল অবিরল কাঁদে দু’নয়নে,
গাঁয়ের হিরন্যবধুঁ কেন আর আসেনা কো স্নানে…
মাঠ গুলি কেঁদে মরে কঠিন রোদ্রের আগমনে।