ক্যাফে গদ্য কাব্যে দেবাশীষ মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বুদ্ধদেব গুহর স্মরণে
সবুজের শৌভিক
কোজাগর চলেছে মাধুকরীর অনুভবে। হেমন্ত বেলায় একটু উষ্ণতার জন্য কোয়েলের কাছে তার সবিনয় নিবেদন। ছেঁড়া ক্যানভাসে হলুদ বসন্ত লবঙগীর জঙ্গলে। জোনাকির ফসফরাসে লেগে থাকে হাজার দুয়ারী অভিলাষ সুখের কাছে। বনজ্যোৎস্নার সবুজ অন্ধকারে জলতরঙ্গ বাজে শরীর মাদলে।
তোমার জন্য ভেসে চলেছে তরল কান্নারা সবুজ থেকে সবুজে। জঙ্গল মহলে আজ মনখারাপের বিলাওল। অরণ্যের মর্মরে বুক ফাটা হাহুতাশ। গাছেরা নত মস্তকে যোগিয়া পরিরম্ভে। প্রজাপতির ডানায় উড়ান স্তব্ধ বিস্ময়, মৃত্যুর পারুষ্যে পাথর চাপা। মনখারাপের নকশিকাঁথা পাতায় পাতায়।মোম জ্যোৎস্নার নিরাতপ প্রদিগ্ধ ভালোবাসা আজ মৃত ভেজা।চলে যাবার সুরে সিনীবালী নেমে এসেছে সসেমিরা হৃদয়ে।বিদায় বন্ধু ,বিদায় !