দিব্যি কাব্যিতে দেবাশীষ মণ্ডল

প্রশ্নোত্তর
না কোন প্রশ্ন নেই,
উত্তর হয়তো আছে!
কিন্তু প্রশ্ন করে তো লাভ নেই।
গুন ,ভাগ, যোগ, বিয়োগ তো একটা খেলা।
কত যতি ,চিহ্ন রয়েছে —প্রশ্নে !
সব উত্তর মেলে কি?
প্রশ্ন না হয় প্রশ্ন হয়েই থাক।
উত্তর চাইনে….
শুধু প্রশ্ন চিহ্ন হয়ে থেকো তুমি।
উত্তর হয়তো দিয়ে যাবে সময়।
প্রশ্নোত্তর এর খেলা আমার ঠিক পোশায় না।
প্রশ্ন আমায় অগোছালো করেছে চিরকাল।
উত্তর কেমন যেন সমাধানের পথ খুঁজেছে সর্বদা।
ঠিক বেঠিক তোয়াক্কা করেনা কখনো।