গল্পবাজে দেবাশীষ মণ্ডল

খাবার মুখ
আর বলবেন না সেদিন আমি এক মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি এমন সময় আমার পাড়ার অমল কাকা আমাকে মিষ্টি খাচ্ছি দেখেই জিজ্ঞেস করল -আচ্ছা বলতো রে দেবু এই মুখটার কি প্রয়োজন?
আমি বললাম-কি জন্য আবার, কথা বলতে!
অমল খুড়ো হো হো করে হাসতে হাসতে বলল- তোর বুদ্ধি সুদ্ধি হয়নি রে এখনও! শুধু বয়সেই বড় হয়েছিস।
আমি বললাম কেন গো খুড়ো! কথা বলার জন্য নয় তো , কি জন্য গো?
অমল খুড়ো বললেন — “গরু ,ছাগল ওরা কি কথা বলে “?
না তো!মাথা নাড়িয়ে আমি বললাম।
তাহলে ওরা মুখ দিয়ে কি করে?অমল কাকা আমাকে প্রশ্ন ছুঁড়ে দিলেন।
কেন খায়। আমি বললাম।
তখন অমল কাকা বললেন– “তবে মুখটা কি জন্য প্রয়োজন হলো” ?
আমি তাড়াতাড়ি উত্তর দিলাম—“খাবার জন্য; খাবার জন্য।”
অমল কাকার সেই চেনা হাসি হো হো করে চলতেই থাকল। আমি অমল কাকার সেই হাসিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলাম,আর মুখে কুলুপ এঁটে কিছুক্ষন বসে থেকে তারপর শুধুমাত্র মিষ্টি খেতেই ” খাবার মুখ” খুললাম।