কবিতায় বলরুমে ডালিয়া মুখার্জী

স্বপ্ন এলোমেলো
গ্রেটার নয়ডা ( উত্তর প্রদেশ)
জীবনের নতুনত্ব নিয়ে খুব ভালো আছি,
তবে সময় খুব কম
জীবন তো একটা তবে আবদ্ধ কেন মন
চলে যাই সেই পাহাড়ি রাস্তাটা ধরে
মেঘপিওনের দেশে
আনন্দেতে মন যাবে গো ভেসে
কুয়াশা মাখানো ভোরের নিস্তব্ধ সকাল
পায়ে পায়ে হেঁটে যাবো বিয়াস নদী টার কাছে,
বরফ শীতল জলে পা ডুবিয়ে বসবো খানিক বেলা,
কুয়াশা কেটে ফুটবে তখন নতুন আলোর মেলা,
পাইন বনে হেঁটে যাবো অনেক দুর,
আলো আঁধারে শুনবো তখন মিষ্টি পাখির সুর,
পথ হারাবো আমি আবার নতুন করে
দিনের শেষে ফিরবো আবার সেই নদীরই চরে।
চারপাশে সবার যেন বাড়ি ফেরার তারা
আমার বাড়ি ? আমি যে বাঁধন হারা।