নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল – ১

কাল্পনিক কৌতুক নাটক – “কৈলাসে পদ বদল”
চরিএ লিপি –
১) নারদ – প্যান্ট,শার্ট হাতে মোবাইল।নারায়ন, নারায়ণ না বলে বলবে মোবাইল, মোবাইল।চুল কালো ।বয়স পঞ্চান্ন।
২) শিব – লুঙ্গি,দাদু গেঞ্জি।চুলে জোটা থাকবেনা।দুটি চোখ। কম্পিউটারে সব হিসেব রাখে।চিএ গুপ্তের কাজটি করে।বয়স পঞ্চাশ।
৩) দূর্গা – সূতির শাড়ি পরে।ঘরোয়া মহিলা। সংসারের দায়িত্ব সব তার হাতে।বয়স পঁয়তাল্লিশ।
৪)কার্তিক – লেখাপড়া দপ্তর তার হাতে।চোখে চশমা সাদা ধূতি ও পাঞ্জাবী পরবে।বয়স বাইশ।
৫) গনেশ – ভুড়ি ,শুড় কিছু নেই।পাতলা শরীর। ধনসম্পত্তি সামলানো কাজ।বয়স বাইশ। বারমুডা ও গোলগোলা গেঞ্জি।
৬) লক্ষ্মী – বিয়ে হয়নি গ্রাউন পরবে ।হাতে রিমোট কন্ট্রোল। সেনাপতির কাজ করে।বয়স এিশ
৭) সরস্বতী – ঝগড়ুটে পড়াশুনা একদম দুচোখের বালি।টপ ও জিন্স পরবে।বয়স এিশ
৮) অসূর-পাতলা,রোগা, মাতাল স্বরুপ চেহারা।মদের বোতল হাতে।পরনে পাজামা ও জামা। বয়স্ক লোক।
৯) নারায়ণ – মর্তের এক কম বয়সী সূদর্শন যুবক। চাকরির আশায় ঘুরতে ঘুরতে কৈলাসে চলে যায়।পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট।সাইড ব্যাগ কাঁধে।