কৌতুক রচনায় দেবাশীষ মণ্ডল

দুর্নীতি কাকে বলে জানতে চাইলাম ,উত্তর বলতে গিয়ে আমার পাড়ার নীতু কাকা বললেন – দুর্নীতি কাকে বলে এ এমন কি প্রশ্ন! দুর্নীতি হল এমন নীতি,যে নীতি দুরে থাকে এবং কখনো কখনো সামনে আসে তাকে দুর্নীতি বলা হয়।
আমি বললাম মানে ?
কাকা বললেন বুঝলি না তো! জানতাম বুঝবি না, তোর ঐ গোবর মাথায় এত সহজে এ সহজ নীতির পাটি গনিত মাথায় ঢুকবে না।
আমি মাথা চুলকে একটু টান দিলাম দেখলাম গোটা কয় কাঁচা চুল উঠে এল কিন্তু গোবর তো দেখতে পেলাম না বা গোবরের কোন গন্ধও পেলাম না!
কিন্তু নীতু কাকা বিঞ্জের মতো উত্তরে বললেন-নীতি থাকে নিজের মধ্যে আর দুর্নীতি থাকে বহু দুরে। তাই তো যদি কোন নীতি দুর থেকে কাছে আসে তাকে ভালবেসে দুর্নীতি বলায় বাহুল্য বা বলা উচিত।মানে ভাল নামের বাকি সবাই তো শুনতে চাই ,মানে সম্মান তো সবাই খুঁজে!
আমি তো মাথা চুলকেই চলেছি …
(শুধু মাত্র কৌতুক হিসেবে নেবেন অযথা মাথা চুলকোতে যাবেন না)