হৈচৈ ছড়া/কবিতায় দিবাকর মণ্ডল by · Published May 1, 2021 · Updated April 30, 2021 মধ্যাহ্নে দাবদাহ গ্রীষ্মের ফুলকি কী আগুনের! যেন উল্লাসী নাচ দুর্দম তপনের। গাভীগুলি ফেলে শ্বাস উষ্ণ সে নিশ্বাস ব্যথাতুর হৃদয়েতে জীবনের নেই আশ্। পাহাড়ি নদীতে জল নেই কলকল্লোল ডাঙাতে শুকায় যত শ্যাওলা ও মসদল। বলাকা নিবিষ্ট মনে চেয়ে আছে জলপানে, চিল ফুকারিছে ঐ বহুদূর আসমানে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love