কাব্যানুশীলনে দেবদাস কুণ্ডু

এভাবে বাঁচবো
আমি এভাবে বাঁচবো
দশটার মধ্যে শুয়ে পড়বো
উঠবো ভোর চারটে
ব্রাম্য মূহূর্ত জুড়ে লিখবো উপন্যাসের কিস্তি
দিনের বেলায় লিখবো ছোট গল্প কবিতা
অবসরে পড়বো রবী মানিক তারা বিভূতি
সময় কাটাবো কোন কোন দিন
এই প্রজন্মের লেখকদের কবিদের লেখা পড়ে
আমি এভাবে বাঁচবো
আমার বিবাহিত কন্যাকে বুকে জরিয়ে
ওর শরীর থেকে নেবো আমার শরীরের গন্ধ
নাতির নীলাভ আকাশ গালে এঁকে দেবো চুম্বন প্রজাপতি
কাঁধে চড়িয়ে নাতিকে নিয়ে হেঁটে যাবো
গ্রাম্য মেঠো পথ ধরে অশিক্ষিত মানুষের মতো
আমি এভাবেই বাঁচবো
আমার সমস্ত পরিচয় পএ থেকে মুছে দেবো পদবি
থাকবে না কোন নাম, থাকবে মানুষ, মানুষ
আমি মার বুকে মাথা রেখে আকাশের কান্না শুনবো
মাকে বলবো একবার ডাকো সেই আগের মতো, ওঠ খোকা, ওঠ।
আমি আমার অন্ধ মাকে জড়িয়ে ধরে নির্মল ঘুমে চলে যাবো
আমি এভাবেই বাঁচবো
পুলিশ যেন হয়ে ওঠে আমার বন্ধু
গাছেরা যেন ডেকে বলে ভালো, আছো তুমি?
সমুদ্র যেন বার বার আলিংগন করে পদযুগল
সূর্য যেন উঁকি দেয় আমার অন্ধকার ঘরে
চাঁদ যেন এক কিংবা দু লিটার দুধ
ঢেলে দেয় আমার বারান্দায়
ঈশ্বরের কাছে এলে আমার মাথা যেন নুড়ে পড়ে বুকের ওপর
আমি এভাবেই বাঁচবো।