T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় দীপক জানা

দিনটাতে সকাল ছিলনা যদিও
প্রভাত কপালে সূর্য নেই দেখেই
পাখিরা নন্দনের ঘাসে এসে বসে
যে বাসটা পটলডাঙা যাবে বলে বেরিয়ে ছিল
সেও আজ ডেসিবেলে শব্দ মাপছে
এক্সপ্লেনেডে তিনটে ট্রাফিক
একটা পাগল হেলতে দুলতে পিজির দিকে
মোহর কুঞ্জের ঘাসে তখনও মুক্তোকুচি
স্থির ভিক্টোরিয়ার কালো পরিটাও
আস্তাবলের ঘোড়ারা ছটফট
একটাও প্রেম নেই মিলেনিয়াম পার্কে
ময়দানে নেই কোনো জনসভা, মিটিং
গঙ্গার স্নিগ্ধ ঘাটে কবিতা ভাসাচ্ছে না কেউই
এতোদিন পরে ‘কবিতা পাক্ষিক’ জুড়ে কি-
লু বয়ে যাচ্ছে, ক্রমশ?