কবিতায় পদ্মা-যমুনা তে দালান জাহান (গুচ্ছ কবিতা)

১| প্রেমোগ্রাফি

এসট্রেতে দৌড় দেয় জ্বলন্ত সিগারেট
কী দারুণ জ্বলছো আজও আগ্নেয়গিরি।
হঠাৎ বৃষ্টিতে অন্ধ শহর
বুক থেকে খসে পড়ে সবকটি হাড়
কি দারুণ গোলচত্বর বসে থাকো তুমি।
জীবন চুষতে চুষতে
বিখ্যাত হলো চুইংগাম কোম্পানীরা
নিঃশ্বাসের ক্যামোফ্লাজ খুঁটে খুঁটে খায়
বিবর্ণা প্রেমোগ্রাফি
জীবন নামের জনপদে
পেলাম না কোথাও মাছির মতো প্রেমিক।

২| ধানপাখি

এখনও অন্ধকার এখানে
কোন এক দূরের প্রতিধ্বনি
আলতার আওয়াজ খেলা করছে
বিকেলের লাল বাতাসে।
সেই হাড়ভাঙা শ্রমিকটি আজও
শহরের একমাত্র ঔষধের দোকান
সেই রিকশার প্যাডেল আজও
আজও সব টাওয়ারের চাকা
দণ্ডিত শীতলতা কুঁড়ে কুঁড়ে খায়
ধানপাখিরা
থার্মোমিটার রোগ পৃথিবীর পথ হেঁটে হেঁটে
পুনরাবৃত্তি করছে চতুষ্পদ জ্বর যন্ত্রণা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।