কবিতায় বলরুমে দালান জাহান

দাগ
বৃথা যতো নিস্ফল ক্রন্দন আকুতি
নিশ্চিহ্নে হারায় শতো কাকুতি।
পৃথিবী অন্ধ রন্ধ্র কর্কশ
মৃত্যুময় মৃত্তিকায় আটক জোছনা হাসি
অতল আকাশের ভাঁজে বিনোদ বাঁশি।
অনন্ত অভিমানে জ্বলে মাংসের বন
করুণার দুয়ার রুদ্ধ করে
বসে আছে স্বয়ং বিধাতা।
শুধু দাগ! শুধু দাগে
ভরে আছে হৃদয়ের খাতা।