T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন দীপায়ন হোসেন

দোল পূর্ণিমায় ফাগুনের রঙ
মানুষে মানুষে মিলন, মন রাঙে দোলের দিন
বনে বনে মিলন, রাঙে বসন্ত ফাগুনে
পলাশের মিলন হয় শিমুলের সনে,
কৃষ্ণচূড়ার রঙ লাগে পাড়া মহল্লাজুড়ে
আবীরে আবীরে রাঙে এই ভূবন।
পিচকারী রঙ মারিব নববধূ দোল দিনে
রাঙালো রে আজি রাঙিলো রে
রঙে রঙে নীল শাড়ী ভিজিলো রে।
ফাগুন উৎসবে আজ রঙ খেলা হবে
সবাই মিলে গাইবো ফাগুনের গান,
আজ দোল পূর্ণিমা এসো সবাই নাচি গাই
মাতিয়া উঠুক সকল মনপ্রাণ।
আবীর রাঙানো দোল ফাগুনের দিনগুলি
সবার মনে রঙ লাগুক।
সবকিছু ভুলে যাই, কোনো স্মৃতি মনে নাই
শুধু ফাগুনের দিন মনে জাগে।
রঙ খেলিবো প্রিয় তোমারি সনে
ফাগুনের রঙ লাগে তোমার গালে।
রঙধনু রঙে আজ রাঙাবো গো প্রিয়া
রঙ খেলিবো, রঙ মাখবো।
আবীরে আবীরে রাঙাবো তোমার গা
সকলে মিলে রঙ খেলিবো
সকলে রঙ মাখিবো গায়ে,
হাসি গান আনন্দেতে মাতে সবে
আবীর রঙে ভূমি ছায়।
সারাদিন রঙ খেলে কেটে যায় বেলা
সাগরের জল রঙ লাল,
কবির মনে আবীর মাখানো ছবি
স্মৃতিতে রয়ে যায় কাল-মহাকাল।