বড়াে ইচ্ছে করে তােমাকে চুষে নেই সবটুকু
সােহাগের চশমা খুলে একটু একটু করে দেখি
শিশির ভােরের শৈশব, তােমার সময়
আমি শুধু সময়ের অঙ্গে পা তুলে বসে ছিপ ফেলি
মনের দরজায় আসে একের পর এক পাথর হয়তােবা কোনাে হিংস্র প্রাণি
আমি মনে মনে ছিড়ে ফেলি, উফ কি ভীষণ দাঁতে নখরে দিন
– রাতের দূরত্ব
তােমার শরীরের বসন্তটুকু হাতড়ে আমি কাঁপতে থাকি মনের ভেতর
কোনাে অনাবিল সুখ আমার সকল ইচ্ছায় পারদ বাড়ে ………,
বাড়ে গভীরতা
আমি হারাই ক্রমশ আরও আরও ভেতরে সময়ের কোনাে পদ্মপুকুরে
একপাশে চুপটি করে বসে আঁকিবুকি টানি তােমার বুকে
সময় চলে যায় আমি মিশতে থাকি ঠিক বুঝি না
কখন কোনাে সময় তােমাকে ছুঁয়ে ফেলি
অথচ ফোনের ওপাশ হতে নারী অন্য কথা বলে
বড়াে ইচ্ছে করে তােমাকে চুষে নেই
তােমাকে জড়িয়ে কানে কানে বলি মিশতে চাই আমার সমস্ত উপস্থিতি, সবটুকু তােমার
আমি শুধু দিন-রাতকে সাক্ষী করে হেঁটে চলি
তােমার বুকের কালাে তিলে ঠোঁট রাখি তারপর কি করে
জানি সময় কেটে যায়….