প্রবাসী ছন্দে দীপায়ন হোসেন

মানুষ

পাহাড় পর্বত ঝড় বৃষ্টি সাগর মহাসাগর গায়ে ফেলে মানুষ একাকী হেঁটে চলে বন্ধুর পথে
দিন-রাত্রির লড়াই সংগ্রামের পথ আরো দীর্ঘ হয়
মানুষ চলতে থাকে….
রাজপথ ছেড়ে কাঁদা জলের সড়ক ক্ষেতের আল রেখে মাটির দেহ ভাঙে হাঁটুজলে
মানুষ চলতে থাকে…
স্বপ্ন ভাবনায় দেখে নেয় আলোকিত রাজপথ আর সুসজ্জিত অট্টালিকা
চোখর মুগ্ধতা মেখে জনচাঞ্চল্য শহর দেখে
তাকিয়ে থাকে…
দূর বহুদূরে চোখ যায়…
ঘরের অন্ধকারে কোনো আলো নেই, গাঢ় অন্ধকার
ধীরে ধীরে চলতে থাকে একাকী মানুষ…
পয়ত্রিশ পেরিয়ে গেছে কেউ বোঝিনি তাকে
বুঝবার ছিলো যে, ভাটির স্রোতের মতো চলে গেছে সে
পাঁচ বছর আগে এক পাড়ভাঙা ভোরে
মানুষ খুঁজতে খুঁজতে মানুষরূপীর ভিড়ে দুঃখ বুনে মানুষ
দুঃখরাই একদিন হয়তো মানুষ হবে
কেননা মানুষের অপর নাম যে দুঃখ
মানুষরূপীর প্রাণহীন মহত্ব থাকে, মানুষে থাকে প্রাণের প্রপাত
ঠিকানাহীন একাকী চলতে থাকে মানুষ…
চোখে ঠোঁটে মুখে বুকে মানুষের তৃষ্ণা নিয়ে চলছে পথে পথে একাকী মানুষ।

Spread the love

You may also like...

error: Content is protected !!