কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

নতুন বছর
মনকূলে শতশত মুকুল ফোঁটে
গন্ধ ছড়ানোর অপেক্ষাতে
পাখির সুর করা কিচিরমিচির শব্দে
আনন্দে মন ছুটে বেড়ায় মুক্ত বাতাসে
মিটিমিটি আলো গাঢ় আঁধারে
বসে আমি পৃথিবীর কোনো এক শহরে
আগামীর স্বপ্নে রাঙাতে নিজেকে
নব সূর্যের আলোকিত সকালে
কতো পাখ-পাখালি মিষ্টি সুরে গান করে
ডানা মেলবে আকাশের নীলের সমারোহে
পৃথিবীর সেরা আমি; মানুষ
তবু তোমার মতো কি আমি বিচরণে
গাছের আগ ডালে মিষ্টি সুরে ডেকে ডেকে
ছুটছো তুমি যেথায় খুশি অবলীলাতে
পৃথিবী নতুন করে সাঁজবে
নতুন সকালে নবীনের হাত ধরে
নতুন উদ্যমে নব নব সৃষ্টির চমকে
মনে লালিত স্বপ্ন পূরণের প্রচেষ্টাতে
মানুষের ছোঁয়ায় পৌঁছাবো নিজের লক্ষ্যে
বহুমন আপনজন পাবো খুঁজে
নবরূপে নতুন সাঁজে হবে পথচলা
গ্রীষ্মের তীব্র রোদ তপ্ত মাঠ
যেমন থাকে বৃষ্টির ফোঁটা’র অপেক্ষাতে
তেমনি করে নতুন বছর’র আগমনে
নব আনন্দে পুষ্পমাল্য হাতে বরণের অপেক্ষায়
সকল গ্লানিকে বিদায় জানাতে
কখন সময় হারিয়ে গেল
সময় নদীর বাঁকে বাঁকে
রংবেরঙ বা লাল-নীল-হলুদ
স্মৃতিগুলো থাকবে পরে শূন্য বুকে
নতুন বছর, নতুন স্বপ্ন
স্বপ্নের দিন গোনা
ভালো থেকো, ভালো রেখো
করি শুধু এই কামনা