কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

তুমি তো আমার
আজ তুমি আছো বলেই আমার শরীর, মন, প্রাণ আনন্দে ভরে গিয়েছে।
তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তার কোন ভাষা খুঁজে পাচ্ছি না।
তুমি যে আমাকে নিয়ে ভেবেছো, আমাকে নিজের মতো পেতে চেয়েছ তাতেই যেন আমার জীবনে বিরাট পাওয়া।
এভাবে আমার জীবনে প্রেম আসবে তা তো ভাবতেই পারি নি।
হ্যাঁ, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার আপন, প্রাণের প্রাণ, মনের মন।
তুমি আমার কাছে আছো মানে আমার জীবনে বড় একটা জয় হয়েছে।
এ জয় পাহাড়ে চূড়া, সাগর-মহাসাগর পার হওয়ার চাইতেও বেশি কৃতিত্বের বলে মনে করি।
এখন সময়টাও খুব ভালো।
চারদিকে সরষে ফুলের মুহু মুহু গন্ধ, শিশির ভোর দোয়েল গান গায়, ভ্রমরা গুনগুন করে মধু অন্বেষণে বেরোয়।
বাঃ কি চমৎকার পরিবেশ!!
আমি তোমার দেওয়া প্রেমকে আমার বলে গ্রহণ করলাম।
আর কাউকেই ভাগ বসাতে দেব না।
তুমি তো আমার, আমার, আমার।