T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় দেবারতি গুহ সামন্ত

আজও পাল্টায়নি কিছু
ভাঙা আঙুল জোড়া লাগেনি আর
তবু হার মানতে শেখেনি তিলোত্তমা
মৃত্যুর পরেও ভীষণ ভাবে জীবন্ত
প্রত্যেকটা মেয়ের হৃদয়ে!
কিছু বছর পরপর কেমন ভাবে যেন
পুনরাবৃত্তি ঘটে নৃশংসতার,
তারপরেও মেটে না আদিম ক্ষুধা
নতুন রূপে জেগে ওঠে মানুষের পশুসত্ত্বা।
মিছিল হয়,হয় আন্দোলন,
জোয়ার আসে জনস্রোতের,সমাজ বদলের,
কিন্তু হায়!সত্যি কি পাল্টায় কোন রীতি?
আগের মতোই থেকে যায় সবটা।
শুধু মাঝখান থেকে বলি হয়
কিছু নিরীহ অসহায় রাজকন্যা!