বাংলার মত মিষ্টি ভাষা আর কি কোথাও আছে?
বাংলা আমার মাতৃভাষা,প্রথম শোনা মায়ের কাছে।
আধো আধো বুলি দিয়ে প্রথম ‘মা’কে ডাকা,
লিখতে শিখেই বাংলা লিখি,অক্ষর আকা বাঁকা।
মাতৃভাষা মায়ের ভাষা,মা যে আমার প্রাণ,
তাই,মাকে যদি ভালোবাসো,মাতৃভাষাকে করো সম্মান।
এই ভাষাতেই লেখা আছে কত কবিতা,গল্প,উপন্যাস,
রবীন্দ্রনাথ,নজরুল,শরৎ,বঙ্কিম আজ জ্বলজ্বলে ইতিহাস।
অমর একুশে অনেক শহীদই দিয়েছিলেন বলিদান,
বাঙালি হয়ে তারা ছিলেন গর্বিত,গেয়েছিল জীবনের জয়গান।
স্বপ্ন তাদের হয়েছে সফল,প্রতিষ্ঠিত বাংলা ভাষা,
তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে দিলাম বাংলাকে আমার ভালোবাসা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন