T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন দেবারটি গুহ সামন্ত

হোল হোলি
আংশিক নয়,
হোল হোলি খেলতে চাই আমি,
হোল,যার অর্থ গোটা,পুরোটা,
শূন্য নয় মোটেও।
রঙ মাখামাখি,ভাঙ ঘাঁটাঘাঁটি,
নেশায় বুঁদ,অন্য জগত,
সাদা জামায় রঙের ছিটে,
রক্ত লাল আবিরে লজ্জিত মঙ্গল গ্রহ।
হোল হোলি খেলা সার্থক,
মিস করিনি কিছুই,
ফ্রম হুলি টু হোলি,
পুড়ছে ন্যাড়া,পুড়ছে বুড়ির ঘর।
ফাগ গুলালে পরিপূর্ণ বৃন্দাবন,
রাধা কৃষ্ণের ডুয়েট যুগলবন্দী,হোরি হ্যায়।।