T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় দেবযানী ঘোষাল

বিজয়া
বড় বিষন্ন এ পৃথিবী।
ঊমা এসেছিল বিষন্ন মন নিয়ে বাপের বাড়িতে।
ইচ্ছে তো করে কটা দিন মা বাবার কোলে মাথা রেখে ঘুমায়।
নাতি নাতনীদের পেয়ে ভরা সংসার পেয়ে বাপের বাড়িও খুশির দোলায় দুলেছিল।
কিন্তু কানে কানে বলে দিল বাবার ঘরের সক্কলে,
এবার বিচারটা ঠিকঠিক দিস মা।
অনেক তো হল।
অনেক তো হল অপমান অপবাদ।
এ যন্ত্রনার ভাড় যে আর নিতে পারে না রে আর।
শুনে ঊমা মৃদু হাসলো যেন।
যেন বলে গেল যে সয় সে রয়।
যত মত তত পথ।
সব শেষে বলে গেল যেন।
আমি সতের মা অসতেরও মা।
আমি আছি না!
চিন্তা কোরোনা।
সিঁদুর খেলে মিষ্টি মুখে দিয়ে
মা চলেছে হিমালয়ের উদ্দ্যেশ্যে।
এক বুক আশা নিয়ে চোখের জলে বিদায় দিল পৃথিবী।
অপেক্ষা একটি বছরের।