Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

প্রিয়তা-কে

তোমাকে পাবোনা বলে, আসিনি- দিয়ে হামাগুড়ি আগুন গাঁথা রাস্তায় ডিঙিয়ে আঁধার আবাদী গ্রামের পর গ্রাম!
তোমাকে হারাবো বলে, আনিনি- সিংহের থাবা থেকে ছিনিয়ে প্রেম ও পরমায়ু হাঙরের হাঁ মুখ থেকে কেড়ে বিশ্বাস ও বেদনা।
তোমার জন্য প্রিয়তা, বুনেছি বসন্ত বেপরোয়া বৈশাখীর নির্মম নখরে ও ঠোঁটে। জেনেছি- প্রেমহীন সমস্ত উপাসনা অর্থহীন, জগতের।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register