Fri 19 September 2025
Cluster Coding Blog

|| না সম্পাদকীয় পর্বে || জয়িতা ভট্টাচার্য

maro news
|| না সম্পাদকীয় পর্বে || জয়িতা ভট্টাচার্য
একটি স্ফুলিঙ্গ একটি শিখামাত্র কিন্তু এনে দিতে পারে সভ্যতার যুগান্তকারী সূচনা।সাহিত্য জগতে যখন সৎ সাহিত্য বাদে আর সব কিছুই চলছে পুরোদমে, ঈর্ষার কর্ষণ,প্রতিযোগিতা ও স্বজনপোষণের কলুষ,যখন নির্বিবাদে নির্জনতার বড়ো অভাব সামগ্রিক গঠনমূলক উন্নয়ন ছেড়ে ব্যক্তিগত কূটকচালির উড়ন্ত মথের ভিড় তার মধ্যে হঠাৎ ছোট্ট মেয়ে সোমার ফোন পেলাম। এর আগেও বন্ধু শাল্যদানী রূপম ও সোমা র টেক টাচ্ টক এ লেখার আমন্ত্রণ পেয়েছি। এবারের ফোনটা ছিল অপ্রত্যাশিত।সম্পাদকমণ্ডলীর একজন হবার এই আহ্বান না করতে পারিনি দুটো কারনে।প্রথমত সোমার জেদ ও সৎ সাহিত্যের উন্নয়নে তার উচ্চাকাঙ্ক্ষা ও দ্বিতীয়ত তার নিরপেক্ষ আন্তরিক প্রয়াস যা লক্ষ্য করছিলাম ওর সাহিত্য প্রকল্পে। তিনে মিলে এক তরঙ্গের ঢেউ। নতুন কিছু করার একটা উদ্যমে আমিও সামিল হয়ে গেলাম। T3 তরঙ্গ একটি সাহিত্য আন্দোলন হয়ে উঠবে। নতুন দৃষ্টান্ত স্থাপন করবে সাহিত্যের আঙিনায় এমন আশায় আমরা বুক বেঁধেছি। অনেক পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে আমরা, পাঠককে, তরুণ প্রজন্মকে পাশে চাইব। তরঙ্গ মাসিক মূদ্রিত পত্রিকা অন্য সকলের চেয়ে ব্যতিক্রমী হয়ে উঠবে ও আরো কিছু সুখবর ,নতুন জোয়ার আনবে এই প্রার্থনা করি। সবাইকে শুভকামনা ও তরঙ্গের জন্য অগ্রজ সাহিত্যিকের আশীর্বাদ প্রার্থী আমি জয়িতা ভট্টাচার্য তরঙ্গ সাহিত্য পত্রিকা সম্পাদকমণ্ডলীর একজন হিসেবে সকলকে পাশে চাইছি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register