- 13
- 0
ছিল না। গনপরিবহন মাধ্যমও ছিল যারপরনাই সীমিত। অনলাইন টিকিট বুকিং হতো না কোথাও। আর মানুষ তখনও বিশ্বাস করেনি যে "তুমি আর আমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী"। ফলত তখনও পাড়ার ইয়াং ছেলেপিলেরা শীতকালে আয়োজন করত এক রাত্রি দুই দিন দীঘা ভ্রমণের। একদিন আয়ু বাড়ালে বাসের চাকা পুরীতে গিয়ে ঠেকত। কিংবা দেওঘর, রাজগীর বা চাঁদিপুরে। আর হ্যাঁ তখনও দীঘায় ঝাউ ওরফে ক্যাসুরিনার বাড়বাড়ন্ত ছিল এবং পুরী থেকে ঘরে আসত বুটিদার অ্যালুমিনিয়ামের থালা এবং রঙিন ছড়ি।
0 Comments.