Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে উজ্জ্বল কুমার মল্লিক

maro news
ক্যাফে কাব্যে উজ্জ্বল কুমার মল্লিক

১| মানসিক রোগী

কংক্রিটের জঙ্গলে, বাতাসের হাহাকার; অতিথির মন ভীত, বাসিন্দারা নির্বিকার।
মানুষ শব্দটি মিছে, শুধু আপনার বোঝা; দেখা হ'লে হাই, হাই, নিজেকে গুটিয়ে রাখা।
শিক্ষার শূণ্য বড়াই মানুষ থাকে মুখোশে; কৃত্রিমতা আনে ভয়, ফাঁশ বুঝি এই হয়!
মানসিক রোগী ওরে চোখ মেলে দেখ চেয়ে; ডাকে তোমাকে প্রকৃতি বাড়াও হাত নিঃশেষে।

২| 'কুমীর-ডাঙ্গার'খেলা

সারদা-নারদা এলো আবার শুরু যে'কুমীর-ডাঙ্গার'খেলা, মন্ত্রী, সান্ত্রিরা নড়ে-চড়ে বসে; গরিব-গুর্বো মুখ টিপে হাসে, হাঁকাহাঁকি কেবলি-ই দেদার।
যা গেছে, তা যাক অমৃত -বাণী, মমতা-ভরা, সূক্ষ্ম চতুরালি; নিষ্ফল হবে সব, এতো জানা, ধূর্ত-চোরনি আঁতাত জমানা, হাঁদা-ভোঁদা, কেবল টানে ঘানি:
রোষানলে অন্তর হয় ভারী।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register