আমি তার ঘরে থাকি
জমিয়েছি ছোট ছোট মেঘ
আড্ডা দিই পাহাড়ি ঝর্ণায়
ঘুরে আসি পুরো শালবন ,
নেমে এলে হেসে উঠে
লিখে রাখে আয়ুষ্মান ভব -
লিখে রাখে বেদ বাইবেল I
ইচ্ছে হলে ডেকে নিই
আরো কিছু মেঘের ব্যাপারী
খোঁজ রাখি জাহাজ ও আদার ,
ঘুরে আসি পুরো শালবন
ঘুরে আসি কাল মাটি দেশ ,
আমি তার ঘরে থাকি
জমিয়েছি ছোট ছোট মেঘ ।
0 Comments.