গুচ্ছ কবিতায় যাজ্ঞসেনী গুপ্ত কৃষ্ণা
তর্জনী ভেঙে ফেলি
এক
চোখের হেলনে দন্ডক বনের অনুশাসন। সব ভেঙে বুকে রাখি পুতুলমানব। কপালে আঁকি তার
আগুনের ছাঁচ। পুড়ে যাই অতল পাথার।
সব জল বেঁধে রেখে ছিটকিনি মাপে, পুতুল এসো
আধখোলা দরজায় , আলতো
খুলে দাও গরলের বাঁধ,
জল জানুক, লেগে থাকা এঁটো মুখ হাত
দুই
মৃত নক্ষত্রটি আবার জ্বলে উঠছে
সকালের সূর্যের কুসুম, নরম রৌদ্ররস ফোঁটায় ফোঁটায়
চলে গেছে মৃত কোষে,
ঘুমন্ত আঙরায় লাগে সামুদ্রিক হাওয়া -
যে হাওয়া এনেছে এক পয়মন্ত অ্যালবাট্রস
তপ্ত একটু হাওয়া ভীতু ফুলকি তুলেছে সামান্য
মরে যাওয়া নক্ষত্র
আকাশগঙ্গায় সাহসী পায়ে উঠে দাঁড়াচ্ছে আবার
0 Comments.