নীচু হয়ে নামে মেঘগুলি
চেনাশোনা থাকে চিরদিনই
চলে গেলে ধীরে ধীরে খুব
ভেবে দেখি কিছুই বলিনি
বলিনি কি ? বলা হয়ে থাকে
দুয়ারে দাঁড়ায় এসে রথ
ভিক্ষা নিতে নেমে আসি নীচে ,
বেলা হলে প্রতিদিন মেঘ
প্রতিদিন পাতার নূপুর
তার বেশি জানা নেই কিছু
বলে দেখি , কিছুই বলিনি I
0 Comments.