Thu 18 September 2025
Cluster Coding Blog

নতুন বছরের গুচ্ছ কবিতায় আবদুল বাতেন

maro news
নতুন বছরের গুচ্ছ কবিতায় আবদুল বাতেন

স্বাগতম, তোমাকে

স্বাগতম, তোমাকে! তোমার প্রেমার্ত পদছাপে পালায় দুর্বৃত্ত দুঃস্বপ্ন, ক্রন্দন কোরাস ও দীর্ঘশ্বাস! মুছে যায় মনে জমা মেঘের মুল্লুক, তোমার হাসির ঝরনাধারায়। তোমার নূপুরের মূর্ছনায় লুকায় নিভৃতে অপ্রাপ্তির অসুখ বিসুখ পাপিয়া টিয়া কোকিলের কন্ঠে তোমার আগমনী শান্তি সংগীত! তোমার স্বাপ্নিক নিঃশ্বাসে দোলে গোলাপ বকুল শাপলা, সুমধুর!
জাগে শ্মশানে তোমার সুখ ছোঁয়ায় সহসা চির বান্ধব সবুজের স্লোগান ও শাসন। এসো- প্রাণে প্রাণ গেঁথে গড়ি মহাকাল, পূর্ণিমায় ভিজে ভিজে। বসো বরেণ্য-মানবতার মসনদে, তোমারি এই সভ্যতার শিরস্ত্রাণ সুবিস্তৃত এই সাম্রাজ্য, সৈন্যদল ও অপরাজেয় রাজশক্তি তোমারি প্রেমিক পুরুষোত্তম-এই হাঁটু গেঁড়ে তোমার প্রণয় প্রার্থনা করছি....

শুভ নববর্ষ

শুভ নববর্ষ, বাবু আমার! দ্যাখ-যাচ্ছে সরে গ্রহণকাল আমাদের স্পর্শের অরুণিমায়। মেঘ ময়ূরের প্রসারিত পেখম দূর দিগন্তের দুয়ারে সুশোভিত! আমাদের চুম্বক চোখাচোখিতে- উড়ছে রঙিন বেলুন ঘুড়ি ফানুস, সুন্দরী শহরের ছাদে ছাদে ডালিম মৌ হয়ে নাচছে নিরন্তর আনন্দাশ্রুগুলো, আমাদের। বিশ্বাস কর কেশবতী, আমাদের ঝাল ঝাল মিষ্টি চুম্বন হুবহু চেরাগ, আলাদ্দীনের! নাহলে, পলাতক পাখিরা ফিরছে কেন, এক দুই তিন করে...? নীড়ে নীড়ে নবান্নোৎসব! এসো-আমাদের যৌথ খামার ভরে উঠুক সুন্দরের ছানাপোনায়! মানবতার মিছিলে ঢেকে যাক ঘর বারান্দা রাজপথ অলিগলি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register