সাতে পাঁচে কবিতায় আব্দুস সালাম
উপবাস রঙের পতাকা
কামধেনুর মতো দোহিত হচ্ছে দেশ
আমরা তাকিয়ে দেখছি শুধু
ক্ষুধার অন্ন তুলে দিচ্ছি ওদের মজুদ ঘরে বিরিয়ানির ম,ম, গন্ধে পিছন পিছন ছুটছি
ধর্মের টোপর মাথায় দিয়ে শিখছি উপবাসের পাঠ
ধর্মমানব সব মহল্লায় টাঙিয়ে দিচ্ছে উপবাস রঙের পতাকা।
0 Comments.