ক্যাফে কাব্যে বাবলু সরকার
মুষলধারে নয়
মুষলধারে নয়
টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে
আকাশের হৃদয়ে
মাটিতে
নতজানু গাছেরা
আঁচল পেতে ধরে নিচ্ছে
আকাশের সে হৃদয় নিঃসারিত বৃষ্টির ফোঁটা
দূরে
এক নিঃস্ব কবি
তার ছেঁড়াছুটো জীবন খাতায়
মাছের আঁশের মতো
সাজিয়ে যাচ্ছে সে ফোঁটা গুলো
লালনের নিরিখে।
0 Comments.