Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

নিস্ফল দৌড়

আমি প্রতিবারই দৌড়েছি, প্রভূত দৌড়৷ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বসে পড়েছি৷ আমার বসে পড়া সবাই দেখেছে, আমার ক্লান্ত শরীর কেউ দেখেনি ! অবসন্ন শরীর, মন ভাঙা মন নিয়ে পড়ে থাকতে চেয়েছি এই ভূখণ্ডের কোন এক প্রান্তে, থাকতে চেয়েছি নীরবে নিভৃতে জন কোলাহল ফাঁকি দিয়ে৷ পারিনি, কারণ আমার কিছু মায়া ছিলো, ছিলো কিছু অন্দর টান, যে টানে বারবার এসেছি তোমাদের এই শহরে ; তোমাদের সফল জীবন গাঁথার গল্প শোনতে৷ কখনো কখনো ভিতরে ভিতর হয়েছে রাঙা; কখনো হয়েছে ভেঙে চৌচির, তবুও শোনেছি তোমাদের সফলতার গল্প, খুব শান্ত স্বভাবে৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register