Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে এম এ রহমান

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে এম এ রহমান

ভাবনার জানালায়

যুবতী রাতের চোখে ফুটে উঠে বিষাদের ভাষা হেঁটে যাই নাগরিক ল্যাম্পপোষ্টের আলো বিছানো পথে সোডিয়ামের আলোয় নিজেকে অচেনা মনে হয় বোধের জোনাক পোকা-মিটমিট জ্বলে রাস্তার পাশেই হেঁটে যাচ্ছি আরো দূরে-রাতের নির্জন শহরের দিকে রাস্তার দু' পাশে উজ্জল বিপণী বিতানের নেমপ্লেট পড়ে পড়ে দীর্ঘশ্বাসে জমা হয় অপ্রাপ্তির স্বপ্ন পোড়া কালো ধোঁয়া ফোঁটা ফোঁটা হতাশার ঘামে ভিজে - হেঁটে হেঁটে ক্লান্ত চৈতালি উত্তাপে আজ মেঘাচ্ছন্ন আকাশ থেকে অঝোরে নামলো বৃষ্টি,যুবতী রাতের দেহে ভাসে সোঁদা মাটির ভেজানো ঘ্রান- মনে পড়ে শৈশবের দিন। মানুষের সবচেয়ে বড় শত্রু- সে নিজেই মানুষের সবচেয়ে বড় বন্ধু- সে নিজেই সময়ের শুন্য থলি ভরে ভরে যদি হয় শুন্য তবে কেন-হৃদয়ের মাটি পুড়ে পুড়ে অট্টালিকা গড়া! সবুজের বন কেটে কেটে অট্টালিকার ঠোঁটে রাখি বনসাই হাসি- মাঝে মাঝে বসে বসে ভাবি!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register