সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম
আষাঢ়
কালো ঘন ঘটা।
সময় মাত্র ছ'টা।
সন্ধ্যায় রজনীগন্ধার ফোটা।
হঠাৎ মেঘ ডেকে ওঠা।
তুমি আমি পাশাপাশি বসে আছি।
কাছাকাছির থেকেও আরও বেশি কাছাকাছি।
ঊর্ধে বিদ্যুতের নাচানাচি।
কিছু পরে নামলো মুষল ধারে বৃষ্টি।
আষাঢ় মাসের প্রথম জল, বড্ড মিষ্টি।
আমরা ভিজেছি, পাগলামো করছি।
মন, প্রাণ ভরে বৃষ্টিকে সর্বাঙ্গে ধরছি।
নবীন বর্ষা কাল, নয় তো থামার।
নবীন বয়সী আমরা।
বর্ষণ উপভোগী।
আমরা প্রেমযোগী।
0 Comments.