সাতে পাঁচে কবিতায় আজিম বাবু গাজী
অসম্মান
মন্দিরেতে ঘন্টা বাজে
মসজিদ আজান
হিন্দু আর মুসলিম মোরা
সবাই সমান সমান।
রক্ত আমার লাল ও ভাই
আমি মুসলমান
হিন্দু তুমি বলতে পারো
আমার হতে, কিসের অসমান
মসজিদে মুই নামাজ পড়ি
মন্দিরে করি সম্মান
মুসলিম বলে আমি কিন্তু
তোমারে করি নাকো অসম্মান।
0 Comments.