Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

তাদেরই প্রতীক্ষায় থাকি অহরাত্রি 

এমন অনেক মানুষ আছে- যারা কবিতা একদমই পছন্দ করে না, কবিতা পড়াকে তারা অনর্থক সময় নষ্ট করা বলে মনে করে! তারচেয়ে ওরা অন্য কিছু ভালোবেসে পড়তে চায়, যেমন - রহস্যপোন্যাস, গল্প কিংবা উপন্যাস ও পড়ে কেউ কেউ। আবার এমনও মানুষ আছে - যারা কবিতা এতোটাই ভালোবাসে যে - বলা যায় তারা কবিতা খায়, কবিতার রস চুমুকে চুমুকে পান করে, কবিতার কথা চিন্তা করতে করতে ঘুমায় এমনকি তাদের স্বপ্নের ভিতরেও কবিতার পোকা কিলবিল করে পোনা মাছের মতো! কেউ কেউ এমনও আছে - যাদের বুকের ভিতরে কবিতার নদী বয়ে যায় নিরবধি, বইতে বইতে একসময় নিজেই কবিতা হয়ে যায়, সর্বাঙ্গ তার কবিতার দহনে ঝলসে যায়, কখনো কখনো তাকে কবিতা কোনো এক অচিনপুরে নিয়ে যায় রূপকথার রাজকন্যার মতো। আমি তাই তাকিয়ে থাকি সেইসব মানুষের দিকে, যারা কবিতাকে ভালোবেসে এই বাস অযোগ্য পৃথিবীকে আবার কবিতার মতো সুন্দর করে গড়ে তুলবে, আশায় বুক বেঁধে আমি তাদেরই প্রতীক্ষায় থাকি অহরাত্রি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register