কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ
দূরত্ব
কীসের গোঙানি শুনি?
পথপ্রান্তর পিছে ফেলে
নদী জল পিছে রেখে
দক্ষিণের দিকে
আরও দক্ষিণে
বঙ্গোপসাগরে।
আছড়ে পড়ে ঢেউ বালুতটে
তীর ভাঙে--যেন হৃদয় ভাঙে
বন্ধুবেষ্টিত একাকিত্বের দূরত্ব বাড়ে।
চারিদিকে মৃতদেহ--
মানুষের
মাছের
জেলিফিশের...
আদপে আমরা কী বেঁচে আছি?
নাকি ঘুমঘোরের স্বতঃস্ফূর্ত স্বপ্ন!
0 Comments.