Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

উৎসব

জল নাড়ছে বিবাহিত হাঁস । ফুর্তি ফেটে পড়ছে,, ছনক্ষেতে হাতল উর্বরে। কলাপাতায় প্রসন্ন দুপুর, নদী নিয়ে কথা বলছে হাওয়ার সঙ্গে,, এ- নদী পার হলে আমিও আকাশে উড়িয়ে দিব ৯৯ চুমোর পরিধি।   মনখারাপ আহমেত কামাল কতো প্রিয় স্পর্শ অথচ, এখনও হজমই করতে পারোনি। আমার বাসকভেজা মন। এ-মন খোঁজে আরাম হয়ে আসা নরম কিছু। আসবে বলেছিলে_ আসোনি! আমিও অপেক্ষায়, ধৈর্যের ছায়া পুড়িয়ে বসে আছি পৃথিবীর সব শ্মশান পাশাপাশি সাজিয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register