Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

সৃজিতরা মরে না কভু

(নিভৃতচারী কবি, গল্পকার ও অনুবাদক শামীম পারভেজকে উৎসর্গ) কদিন ধরে আসছে মাথায় এলোমেলো ভাবনা ভাবছি আমি কবিতো নই ঐখানেতে যাবোনা৷ যদি কেহ মঞ্চে ডাকেন আমায় কিছু বলাতে ভাবের সাথে বলতে হবে সমস্যা ভাই গলাতে৷ এরপরও যদি আমায় বলতেই হয় তবে, বলবো শুধু অদ্যাবধি কবি মরেছে কবে? যদু-মধু নিত্য মরে শেষকৃত্যেই শেষ সৃজণশীলও মরে বটে থাকে তাদের রেশ৷ কটা পংতি লিখলে ভাই কবি হওয়া যায়? কটা গল্পের জন্য কেউ লেখক তকমা পায়? ইলিয়াস, ওয়ালিউল্লাহ্ কি লিখেছে খুব লেখা৷ প্রতিদিন, প্রতিক্ষণ তাঁদের পাই দেখা৷ তবে কি তাঁরা বেঁচে আছে? যায়নিকো মরে? সৃজিতরা মরে না কভু সবাই তাঁদের স্মরে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register