Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে মহম্মদ আলতাফ হোসেন

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে মহম্মদ আলতাফ হোসেন   আমার কবিতা পর্বে তুমি; কি সৃজনশীলতা, বিস্তৃত হৃদয়ে মোর, তবুও অবেলায় স্বপ্ন ছিল, স্বপ্ন হারিয়েও ফিরে এলো, সংগে ছিলো আপন ভূবণের এ-ই বার্তা। জেগে রবে মৃত্যুর পূর্ব ক্ষনে, এ-ই বেলা ও অবেলায়। স্মৃতি রোমন্থন অদৃশ্য হৃদয়ে রঙে রাঙানো ভূবণ! আদিঅকৃত্রিম সূর্য স্নানে দেবীরূপে রহস্যের সুপ্রসন্ন শক্তি তুমি ; শুভ্র নির্মল নিষ্পাপ কণ্ঠে বললে, কেমন আছেন? নাকি বক্ররেখা আঁকা? কেশবহুল চন্দ্রমল্লিকার হৃদয় স্পটে তুমি! চন্দন ষষ্ঠী ঘড়ির কাঁটার উল্টোদিকে যে যার অবস্থান। তারপরও মুখোমুখি হয়ে আঁখি ছলছল করছিলো, ভালোবাসার মানুষটার স্মারক লিপির লিপিবদ্ধ ছোঁয়ায়। আত্নবিশ্বাস জেগেছে সৃষ্টির সোনালী সুর, আর যদি কখনো মুখোমুখি না হই, ভালোবাসার মুগ্ধ বন্ধনে, অবশিষ্টাংশে থাকবে স্মৃতির ভ্রমর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register