কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল
সম্পর্ক
দ্যাখ - দ্যাখতে দ্যাখতে আমরাও ক্যামন ঘন হচ্ছি…
ক্যামন লেপ্টে যাচ্ছি…
আঠার মতো!
মায়া এসে দোল দেয়
মাঝখানে।
আমরাও সামনে এগোতে থাকি
সম্পর্কের গন্ধ ধারণ করে।
সম্পর্কের মূল্য আছে বলেই
পৃথিবীও তার সুস্থতা নিয়ে এগোতে থাকে মানুষের দিকে
আলো হাতে…।
0 Comments.